কৃষক মোদের শ্রেষ্ঠ অন্নদাতা,
তারাই মোদের আসল প্রতিপালক ;
তাদের ঘরেই গভীর আঁধার ঘনায়,
অল্প স্বল্প পড়ে সেথা আলোক ।

ঘাম ঝরানো দুপুর রোদে মাঠে,
ঝড়-বৃষ্টিতে সারাটা দিন ভিজে--
সারা বছর অন্ন জোগায় মোদের,
অর্থ-কষ্টে থাকে তবুও নিজে ।

পান্তাভাতে নুনে লঙ্কা পিষে
খোলা মাঠের আলের উপর বসে
উদর পূর্তি সেরে জলে কাদায়--
লাঙল ধরে শক্ত হাতে কষে ।

ঝুঁকির মাঝে কাটে সারা বছর ,
মোদের রাখে নিশ্চিত ভরা পেটে ;
কঙ্কালসার তাদের দেহখানি,
বাঁচায় মোদের সারা বছর খেটে ।

ঋণের বোঝা বয়ে বয়ে তারা
মোদের গোলা পূর্ণ করে রাখে ,
ঘামের কদর দিই না মোরা তাদের,
সারা বছর মাঠেই পড়ে থাকে ।

অনন‍্য এক সমাজ বন্ধু তারা,
অবজ্ঞাতেই কাটে তাদের জীবন ;
তবুও মোদের উদর পূর্তির লাগি
খাটে তারা কঠোর জীবন-পণ ।

প্রাপ‍্য মূল‍্য পায় না তারা কভু ,
ঘুঘু এসে খেয়ে যায় সব ধান ;
গাল ভরা সব বুলি উপর তলার,
অনটনেই কাটে তাদের প্রাণ ।

             ========