যে বৃষ্টিতে
তাকে কবিতাগুলো শুনানোর কথা ছিলো,
আমি শুধু লিখেই গেলাম
যখন বলার সময় হলো
আমি কবরেই চলে গেলাম।

২২-২-২৫ (বছরের প্রথম বর্ষণ)