ওরা আমার বিপ্লব কাইরা নিতে চায়!
ওরা আমার ভাই আবু সাঈদরে ভুলায় দিতে চায়,
ওরা আমার সংগ্রাম কাইরা নিতে চায়!
ওরা আমায় আমার দেশ ভুলায় দিতে চায়!
ওরা আমার মা রে ভুলায় দিতে চায়!
ওরা আমার চাংখারপুলের শ্যাষ সংগ্রামরে মাটিতে মিশায়া দিতে চায়!
ওরা আমার বিপ্লব কাইরা নিতে চায়!
ওরা আমার বিপ্লবের নাম বদলাইতে চায়!
ওরা বৈঠারে ফিরতি আনতে চায়!
ওরা আবার আমার বিপ্লব কাইরা নিতে চায়!