যে জন যাবে মদিনা,
তার জান রইবে সেখানেই ফিরবে শুধু দেহ।
যে জন যাবে মদিনা,
রুহ কাদবে তার সবসময়।
যে জন যাবে মদিনা,
সে জন ফিরবে না আর কখনো।
যে জন যাবে মদিনা,
ভুলবে না আর যাওয়ার পথ।
এ পথ ফিরার নয়
এ পথ ভুলার নয়