ওহে জয়ী
তুমি কখনো শুনোনি আমায়
তুমি কখনো বুঝতে চাওনি আমায়,
তবুও তুমি জয়ী তাই তুমি শ্রেষ্ঠ!