একা পথে হেটে বেড়ায় নাম তার লোটন কুন্ডু ঝিনকু
হেসে হেসে ফেসে যায়
পথে পথে খেলে বেড়ায়
আজকাল সে রাজনীতি শিখছে ঘুরছে বামেদের সাথে।
ঝিনকু এখন মার্কস মাওয়ের মাঝেই নিজেকে খুজে পায়।