কত অথচ, অথবা উড়ে আর ভেসে গেলো কবি,
কিন্তু অথই এলো না।
সে যদি আসে কখনো ফেরদৌস পিছে তাকিয়েও না।
তুমি হেটে যাও ফেরদৌস
আর কখনো পিছে ফিরো না।