আমি আমার বেদনার শপথ নিলাম।
আমি ফিরব,
প্রেমিকের বেসে ফিরব
রাজার বেশে ফিরব,
রাজদণ্ড ছিড়ে ফিরব।
আমি ফিরব,
যখন ফিরব তখন উর্দির চামড়া
ছিড়েই ফিরব।
আমি ফিরবো,
পাহাড়ের বোন কল্পনার গান শুনেই ফিরব।
আমি ফিরব,
তবে যবে ফিরব
বদলা নিয়েই ফিরব,
আসাদের শার্টের রক্ত ঘ্রান আমায় ফিরাবে।
আমি ফিরব,
রাজুর হাসিই আমায় ফেরাবে।
আমি ফিরব।
আমার বুক শেলফের অগ্নিবীণার কসম
আমি ফিরব ফেলানীর মৃতদেহ হাতে নিয়ে!
আমি যবে ফিরবো তবে সকল নর হত্যাকারীর ভয় হয়েই ফিরবো!!!
২১-০৩-২৫