চলো এক হই,
দেখো আমি তো হেলাল হয়েই আছি তুমি নাহয় হেলেন হও!
সমাজ আমাদের মানুক না মানুক আমরা না হয় একই রই!
তোমায় আমি দেখি আর না দেখি কবিতাগুলো নাহয় আমাদের একই হউক!