ওরা বাঘিনী,
ওরা উত্তাল ঢেউ,
ওরা পাহাড়ের চূড়া,
ওরা থামতে শেখেনি কখনো।
ওরা ১১জন,
ওরা উত্তাল,
ওরা জয় করেছে হিমালয়,
ওরা জয় করে নিয়েছে ১৬ কোটি মানুষের প্রাণ।
ওরা দক্ষিণ এশিয়ার রানী,
ওরাই আমাদের সাবিনা-সপ্না-রুপনা।
ওরা বাঘিনী ওরা থামতে কখনো ভাবেনি,
ওদের জয়জয়কার আটকাতে পারেনি খোলা বাস।
ওরা চব্বিশ হাতে নিয়ে একাত্তরের বাজিয়েছে একাত্তরের জয়ধ্বনি
ওরা বাঘিনী ওরা থামিতে কখনো শিখেনি