আমি সেই ছেলে মরা মায়ের অশ্রুতে ভিজিয়া হাতে লয়েছি
জয়ের ঝাণ্ডা!
উৎখাত করিবো স্বৈরাচারের ঘাটিঁ!
জয় হবে স্রেফ আমার
কেননা আমি মানেই তুমি
তুমি মানেই আমরা
আমরা মানেই বাংলা