আমার জীবনে না আর প্রেম এলো না
কখনো এলিয়া হয়ে ফারিনের প্রেমে পড়ি
কখনো হেলাল হাফিজ হয়ে হেলেনের প্রেম ডুবি
আবার কোনোক্ষনে মজনু হয়ে লায়লা কে খুজি
হঠাৎ করেই ইকবালের মতো রব কে খুজে পাই!
~ আমার আর প্রেম হবে না।


২০.১.২৫