ওদের কোনো প্রকৃতি নেই
সম্বলহীন মহত্ত্ব সচরাচর যেমন হয়
পৃথিবীর ক'টা মানুষ -ই বা সুখী
যাদের নেংটি তিনবেলা ময়লা ভর্তি
উঁচু - নিচু অকেজোতে যাদের আপত্তি নেই
আর আপত্তি থাকবেই বা কেন
ঈশ্বর যাদের কাছে করুনার হাত পেতে রাখে
হাতের নাগালে যাদের উঁকি দে
ভাবলেশহীন চেহারার উদ্ভট খসড়া
তারা পৃথিবীর পৃষ্ঠা জুড়ে কতটুকুই বা আপত্তি জানাবে
পরিবার সমেত যাদের সমুদ্র গর্ভে
তাদের ঈশ্বর থাকে না
চিন্তায় যাদের ভর করেছে দলিত সত্য
এরপর দীর্ঘদিন কেটেছে , অমাবস্যা এসেছে
কত চন্দ্রভূক গেছে
তবুও ওদের ভাগ্য উন্নয়ন ঘটেনি
ঠকমক করে যাদের দমবন্ধ হয়ে আসে
তাদের অন্তত কেউ থাকে না , কেউ না ।