পশুর দুর্বিনীত নোংরা পদচিহ্ন
মানব প্রকোষ্ঠে গোপন দেওয়াল তুলেছে
ঘন কুঞ্চিত নিমজ্জিত গগনে
কাঁচা রোদে যে আলোটুকু দিয়েছিল
তার রমনীয়তায় ধ্বাস্ত হয়েছি
রহস্যময় আশ্রিত নৈশ তোড়া
হৃদয়ে সৌরভের স্পন্দন জুগিয়েছে
যা ছিল এক তীব্র সৌগন্ধের রক্তবর্ণ নক্ষত্র
সত্য হচ্ছে প্রকৃতির সৌন্দর্য বিপর্যস্ত হবার নই
একান্তে প্রকাশের উপযোগী শব্দ আজও পাইনি
যাকে ধুলে একটু সুষমা ধ্বনিমা বেরুবে
যেন একটা কাগজে কবরস্থ ছিলাম
হঠাৎ ঝাঁকি মেরে তুলেছে
এক বুনো মেয়ের মধুর গন্ধ
যা প্রাণময়ে অন্ধ হৃদয় তপ্ত করে তুলছে।
গোরস্থান, কফিন, আর শ্মশান থেকে ওঠে এসেছে
স্মৃতির অতীত স্তম্ভ প্রস্তর
ঝলসানো সেদীর্ঘ চুম্ব্ন ভাঁজকৃত অবস্থায়
বুক পকেটে লুকিয়ে আছে
সেই যে ক্লান্ত হয়েছে আমার তরুণ হৃদয়
আজও প্রত্যাবর্তন ঘটেনি।
০২.০৬. ২০১৪