ধ্বংশের কিনারে বসে প্রেমের কবিতা লিখেছি
আদিগন্ত নগ্ন পদধ্বনি কালের কলসে ঘুমিয়েছে
নবজাতকের জন্মদিনে প্রভাত সঙ্গিতের বদলে
কাফনে মোড়া অশ্রু বিন্দু উৎসর্গ করেছে
সেজুতি, চৈ্তালী, গীতাঞ্জলি আর কনিকা
কবি কাহিনীর শেষ আকাশ প্রদীপ ।
রোগশয্যায় আরোগ্য হওয়ার চেয়ে বিদায় আভিশাপ
সন্ধ্যা সঙ্গিতে জীবন ভরেছে
কল্পনার সোনার তরী হারিয়ে ফেলেছি
খাপছাড়া এ জিবনটা বিচিত্র কাহিনীতে ভরা
বিয়ের সানাই বাজেনি শিশু খেয়ার কপালে
এ লেখায় হয়তো শেষ লেখা, শেষ কথা ।
জীবনের চক্রবাকে বর্বর জিজ্নির মৃত্যু ঘটিয়েছে
মরুভাস্কর বানিয়েছে ইতিহাসের কাল রক্তে।
( শেষ )