এক যৌবনবতী ফড়িঙের  গল্প -

ফুল, লতা , শুকনো কাঠ চুষে
যার জীবন খটখটে পাথুরে মূর্তি
রসালো জাতীয়  খাবারে তার একেবারেই  অরুচি
স্মৃতির  দ্বিরাজ থেকে মুছে গেছে সব
এলো না বলেই - শহর থেকে আলতো রাত
নিয়ে যাবার পালকি হাজির করেছে


খুলির ভেতর মগজ নেই
জীবন  মৈথুন করে  মহাবিপদে  পড়েছে
নগর সভ্যতার দেওয়ালে  পূর্ব পুরুষের
মগজের  ঘেলুর ছোপ


মাতৃত্বের দোহায়  দিয়ে ঘরছাড়া  রমণী
অতীত আর ভবিষতের চিন্তায়  নিথর
আল - খেল্লাময়  শরীর ঝিম মেরে
ছোট্ট খুপরির মধ্যে  গোঙাচ্ছে


                                                                ১০।১২।২০১৬