নিভৃতে আলো ছড়িয়ে
সে দাঁড়িয়ে থাকে
নীল পর্দার সামনে
পেছনে সঙ্গীহীন আয়না,
কালো চুলের বেনিখানি
ধরা দিয়েছে তার ভুবনে
সন্ধ্যার লাল আকাশে
দেখা যাচ্ছে না শ্যামলা
কী এমন দুঃখ তোমার
প্রিয়তমা ?
এই ঘরে প্রতিটি সন্ধ্যায়
আসে আলোর বিবেক বাণী
স্থান অস্থানে মন ভাবে
কে কার কে জানে,
ঘুমন্ত এক পাখি
ডেকে উঠে বলে
নিভৃত রাজ্যের স্তম্ভে স্তম্ভে
মন পড়ে রয় সুুদূরে
নিভৃতে দাঁড়ানো নীল পর্দা
বাতাসে কাঁপে
ধু ধু এ ভুবনে।