কৃতার্থ, ভয়ার্ত, শোকার্ত
রুদ্ধ, পরিশ্রান্ত
বলতে গেলে কেন এ জড়তা
ভেঙ্গে ফেলতে চায়
মনের বালুচরে
উড়ে যায় কত না পাখি
চেয়ে থাকে রবি
পুড়ে চলে আসল কবি
খোঁজে বৈচিত্র্য
সাঁতরে সাঁতরে হয় না হয়রান -
তবুও গায় নিজ মন্ত্র
যা চালায় জীবন
বলতে দেয় না
তবুও ফোটে না
হিসাবের বাইরে একটি ফুল
হয় না কিছু মন বলে হোক
তারারাও বদলায় না
চলে বিশ্ব ব্রহ্মা-
অসুখী চাঁদ
গাইতে চায় কবিতা
তবে নেই তার বল
সত্যি কথা বলবার
যা আছে সেই কবির,
থাকে তাকিয়ে
ক্ষণিকের জীবনে
কোনো ঝড় পারে না
বন্ধ করতে দৃষ্টি
এর জন্য সে ভাবে
জীবন বদলায় না
বদলায় সময়
মানুষ নয় ভাবুক
তবুও অসাধারণ
পৃথিবী নয় পদ্যময় --