জমকালো মাটির
ছোট ছোট বালুকণা
নির্জীব দৃষ্টিপাতে
দৃষ্টিনন্দন সময়ের প্রত্যাশী
বেহিসাবি প্রাপ্যতা
বিদায়ী প্রবেশে
ঘুরে ঘুরে
ন্যায় অন্যায় যুগলে
কালক্ষেপণে
সহস্র ভ্রুক্ষেপে
উচ্ছিষ্ট গতির সমান্তরাল
অগ্নির ফুল শয্যা -
বহির্ভূত আবেগের সমাচারে
নিঃশ্বাসের নিত্য নিজস্ব আবেগে
দৌড়ে দৌড়ে
যৌবন আসে
মধ্য বয়সের একটি
মুদ্রা
স্বপ্নের বেমানান বেলায়
রোগ শোকে
ইশতেহার।
শুভ্র পরিষ্কার নির্ভাবনায়
সড়ক রাস্তা
ঝুমুর নাচে রৌদ্রের রথী
ভাবিয়ে তোলে, ভাবিয়ে তোলে -
‘ঝুমুর নাচে সূয্যি মামা
কাঁপায় চৌচির মাঠঘাট’
চোখে চোখে অচেনা কথামাঁলা
এক বাক্যে নিলীমাকে
জানিয়ে ইচ্ছা
বুনো খেয়ালে
প্রকৃতির আসরে
গানে গানে
বিভ্রান্তির নির্বিচার ক্রোধে
সমাচারে
লাল সূর্যের অনুমতিতে
ফিরে আসা প্রারম্ভে
দুর্বল ভীতির মহা সমর্পণ।
অবাঞ্ছিত গগনে নিষ্ঠুর পদচারণায়
প্রার্থনায় অনাবিল ॥