স্বপ্নে বিমূঢ় সুরের ঠিকানা
পিছে অশান্ত চিত্রল ̶
ক্লান্তির অভাবনীয় গতি
ছেড়ে অবসাদ
রোমাঞ্চের কচি,
শাখা-প্রশাখার অনুপ্রবেশেরই
আলো জাগানো নির্ঘুম খেয়া
ভাবনাহীন দুরন্তের রক্তে
অবাধ্য নীলিমা
ছোট ছোট দূরদৃষ্টি
প্রবেশেরই কপাটে পা বাড়াতেই
বৈচিত্র্যে আবিষ্কারের সংগ্রাম
যেমন চকচকে চিত্রল,
পদক্ষেপের সীমাহীন প্রার্থনায়
ধন্য জগৎ সংসার
পবিত্র নিঃশ্বাস।