ঘর্মাক্ত পৃথিবী জেগে ঘুমোয়
অনুভূতিহীন প্রাণের মেলায়
লাল সবুজ হলুদ
সময়ে হাঁপিয়ে বলে উঠতে চায়
দৃষ্টির মরীচিকায় বোমারুর ছত্র ছায়ায়
রক্তের বন্যায় ভাসে
সাগর মহাসাগর
গোত্রে গোত্রে মহা বিভাগে
জর্জরিত বিশ্বাসে অগ্নিবীণায়
মহাব্যাধির শৃঙ্খলে আগমন বহিঃর্গমন
সাদা কালোর আদিম আচারে
সভ্যতার ভূমিতে
একতার প্রকারভেদে অকারণ মূর্তি
বিভক্তির কাদা ছোঁড়ায়
জন্ম নেওয়া অন্তিম স্থায়িত্ব
ভালোবাসার অভাবে
অসম্মানিত মা ও মাটি
ধ্বংসের সংমিশ্রিত মশাল
জ্বেলে উঠলেও
বাধ সাধে মানব।