নিশানার বিপক্ষে গতিরুদ্ধ অজান্তা
বার বার নিরিখ বিহীন
লক্ষ্যমাত্রার নিরঙ্কুশ অভিধানে
নতুন অক্ষরের যোগ মাত্রায়
সঙ্গিহীন শপথ
স্থাবর সমাপ্ত জ্ঞাতির
পেছনের সারিবদ্ধ ভাবনায়
ধাপে ধাপে মনের কলকাঠির
ব্যাপৃত পরিধির শান্ত গতিমাত্রাকে
বিশ্বাসের প্রয়াসে
পৃথিবী জয়ের আশায়
প্রিয় কবির বণর্মালাকে
উপেক্ষার ছলে
নতুন গদ্য কবিতা
সদ্যসমাপ্ত পাপড়ি স্পন্দনে
সুন্দরীতমার বক্ষে আঁকা
নয়া স্বপ্নের
কাল ভোর চিন্তাগুলো
দিকের অন্বেষায় ছুটে বেড়াতেই
তৃণের সীমাহীন সান্ত্বনায়
জন্মের ইশারাকে বারে বারে
সম্বোধন জানিয়ে
ভ্রান্তির দুয়ারে
প্রশান্তির পরশ বুলায়।