জিতে নে, জিতে নে
তৃষ্ণা মিটিয়ে দিগন্তের ছোঁয়ায়
পরশ মাখা আকাশে
দেখ তাকিয়ে
স্বপ্নের সিঁড়িতে দাঁড়িয়ে
কবি -
দু’কলস গঙ্গার জলে
নেয়ে খেয়ে ছদ্মবেশে
তন্দ্রায় নির্বাচিত নির্মল কবিতা
আঁধার আলোর বিভীষিকায়
ছোঁয়ায় ছোঁয়ায় নির্দেশিকা
ঠোঁটে ঠোঁটে কারণের সুবিচারে
পূর্বে ভবিষ্যৎ পতাকা -