একুশ
রক্তের কালিতে লেখা
অশ্রুমাখা ব্যানারে
অমর অধিকার,
একুশ
আমার ভাই ও বোনের
পৃথিবী বুকে
প্রথম পদচারণা,
একুশ
অস্তিত্বের সংবিধান
কণ্ঠের অভিধান,
একুশ
আমার মা’র বুকের দুধ,
একুশ
স্বত্বের সবুজ বাগান
রক্ত মাখা শহীদের শার্ট,
একুশ
আন্দোলনের বীর্যপাত
পরাজিত শত্রুর ফের আনচান,
একুশ
বাংলায় জোরে কথা বলা,
একুশ
সাদা কবিতার খাতা
কত অসমাপ্ত কথা,
একুশ
এক ভার
আশা ভালোবাসা,
একুশ
এই বেঁচে থাকা ॥