গভীর আহ্বানে বিভক্ত প্রশ্বাস
চারিদিকে মাঁয়ার অন্তরালে
অন্তরে জেগে ওঠা বিচূর্ণ গভীরতা
প্রত্যয় ভরা কর্মে ধর্মে
পৃথিবীকে স্বাগতমে
স্নেহ ভরা উর্বর মানব
সম্বলহীন প্রশ্নে বাস্তব
অশান্ত উন্মাদ অস্থীর ভূকম্পনে
আচার পরিণামে
কাঠেরই প্রাসাদ -
নিঃশব্দে সন্ধ্যা তারা
উঁকি মারা বাদুড় ছানা
অন্ধ বিচরণে জেগে ওঠে
ভাবনার হাসিতে
সুদীর্ঘ অস্থিমজ্জ্বা,
লিখলাম নাম আপাতত
হলো সময়ের প্রশ্ন অতীত ॥