সন্ধ্যার লিচু গাছের নিচে
অভাগা বাদুরের ঘুমহীন অন্ধকার
জোছানার নানা উপদেশে
স্বজ্ঞানে নির্লিপ্ত পা বাড়িয়ে
সামনে ঔষধি ফল,
প্রতিলিপির সীমা লঙ্ঘনে
প্রিয়তমার হাত বাতাসে উড়িয়ে
নিগ্রহ অসীম সাহসে
এক কাপ চা হাতে
দিগন্তে বাড়ি ফেরা দাঁড় কাক
দিগি¦দিক সুবাস মাখা
প্রস্থানে কদম পাতা জেগে ওঠে
প্রকৃতি পরিবর্তনের সম্ভাব্যতাকে করে বরণ।