তোমাদেরই রাস্তায় ঘুরে দেখি
এক সোনালি সূর্য
হাতছানি দিয়ে বলে
কী পেয়েছ এ সমাজে
পেরেছ কি গাইতে সে গান
সত্যের জয় ছিল যেখানে
বাংলাদেশ -
ফিরে পাব কি সে আকাশ
মুক্ত পৃথিবীতে,
ঠেলে দিও না আমায় অজানাতে
বাংলাদেশ -
হাজারো কোটি বাঙালির হৃদয় আজ কাঁদে
রয়েছে তারা জীর্ণ কুটিরে
দিয়েছে রক্ত শুধু মুক্তির নামে
বাংলাদেশ -
দুঃখ করো না বাঙালি দিন বদলাবে
সবাই গাইবে গান সবুজের মাঠে,
বাংলাদেশ -