সাম্রাজ্যের গঠন পুনর্গঠনে
বিবেচিত সৃষ্টিচালনে
যুগের গড়ে ওঠা সামন্তবাদ
ত্যাগের রক্ত ঘামে মোড়া
সময়ের বজ্রপাত
দেশ মাতা মাটি
নীতির ভগ্নাদর্শে আদর্শের নতি শিকারে
ক্ষমতার বিরোধিতার নির্বাচিত
প্রতিনিধিত্বের করাঘাতে
বিভক্তি বিরোধী সোচ্চার
রীতিনীতির পৃষ্ঠ বলিতে
রক্তাক্ত নিরীহের সত্তা
বিপদে বিক্ষেপণে
অভুক্ত অধিকারের প্রেরণা -
ইতিহাসের নয়টি শিকে
তলাবিহীন আদর্শের মাপঝোপে
স্মৃতিহীন সময়ের রাজা
ক্ষুদ্র ক্ষুধার্ত জীবনমাঝির
মুহুমুহু আর্তনাদ
প্রতিদানের কথা মনে করিয়ে দেয়।