সুন্দর প্রকষ্ঠের নেই প্রয়োজন -
এক নিঃশ্বাসে স্তব্ধ নিরব চাহুনিতে
একে দেয়া সন্যাসবাদ
মুক্ত বিহঙ্গে অদৃষ্ট বোধে
চারিদিকে প্রকৃতির সমাচার
ধিক্কার গনতন্ত্রের অধিকার
অবিস্মরণীয় প্রতিবাদে নিগৃহীত সংঘাত
হিত প্রদেশের অভাবে হাহাকার
বিশ্বাসের অরাজকতায় তন্ত্রের প্রতিকার
অদুরনীয় অদৃশ্যে বিচারে সমাধান
ব্যক্তি ব্যভিচারে বিভক্ত জাতি
সংস্কারের অহমিকায় নিরুদ্দেশ
প্রকৃত রীতি -
সমাধানের আশায়
ভ্রান্ত শান্তির পতাকা
দৃষ্টান্ত প্রতিকারে উম্মুখ
চুড়ান্ত শান্ত অভিপ্রায়ে
বিমূখ সত্য সমাচার -