মনুষ্যত্বের অনুসৃত নিঃশ্বাসে ঘেরা
দোয়া নেওয়ার পার্থিব
না চাওয়া মহত্ত্বের
কুদরত বর্ষিত বিধিমালা
হয় ভুল,
না দেখা মহুরীর
গোপন রিপোর্ট
নিঃসন্দেহে নেক পাপের ভারে
অবারিত শঙ্খনীল,
কুয়াশার রোদে
সংস্কারে মাথা না নুয়ে
নিঃশ্বাসের নিষ্ঠার স্পর্ধা
ধাপে ধাপে বিপরীতে
কলমের গতির ভাব সংক্ষেপ
সিদ্ধান্তে বক্তব্যে দু কাঁধে
বিশ্ব শান্তি
বাংলার শান্তি ̶
বুকের মাঝে নেই ধর্ম
পরনে নেই যে বস্ত্র ॥