প্রতিশব্দের অঝোরে মাখা সুবাস
কবির বাগানে তা-ব উৎসবে
রাত্রির অভাগা আলিঙ্গনে
অপেক্ষায় বাধা যবনিকা
বিরাট ঘাসফুলে প্রকৃতির ভারে
সুরের নানা স্তরে স্তরে
সমস্বরে দাঁড়িয়ে সৃষ্টি দেবতা
ভাগ্যের শর্তসাপেক্ষ সুরের সান্ত¡নায়
বাড়িয়ে হাতে হাত
নতুন দিগন্ত কণ্ঠে হাসে
(অন্তিম বাসনা)
বিশ্বাসে
সূর্যের শেষ লাল দিগন্তে
বিশ্লেষণে নির্মিত প্রচেষ্টায়
কর্মেরই শ্রেণিবিভাগে
উত্তাল অন্তিম
সৃষ্টির যাতনা -
শিশুকাল থেকে কৈশর
কি তবে গন্তব্যের ঠিকানা
কি এই বহুরূপী নিশ্চুপ বন্দনা -
পরিচয় পর্বের জের বেষ্টিত
দুয়ারে দাঁড়িয়ে রঙিন পৃথিবী,
আপোসে লাল বিভক্ত অবচেতনে
মুক্ত অনাবিল অধ্যায়
বারে বারে পড়ে
কেড়ে নেয়া মন্ত্র
বিনিময়ে উত্তরের মালা
সংযুক্ত নিষ্ফল বিগ্রহ ॥