নেই গোলায় ধান
উপাসনালয়ে কোরান
বোমার আঘাতে ভেঙে চলে
মসজিদ, মিনার
কবে বন্ধ হবে, হে খোদা,
শত্রুর লুণ্ঠন?
বন্দুকের হাসি কেড়ে নেয় প্রাণ
বন্দি আমরা রয়েছি আজ
হায়রে মুসলমান
খোদার সব আলামত
জেনেও হলো বিভ্রাট,
দাঁড়াতে হবে এক কাতারে
সব ধর্মের কাঙ্গাল
জিহাদের ব্রত নিয়ে করো অন্তর্ধান -