স্পর্ধাশীল দিগন্তে সৃজনশীল বক্তব্য
অন্বেষণে সুগঠিত নড়বড়ে মজবুত ভিত
শুভ উদ্যোগের উদয়ে
মোরা চেষ্টায় প্রতিষ্ঠিত ̶
আছি মোরা বেশ
সৃষ্টির নিত্যনতুন সম্ভাবনায়
প্রকৃত গুণীর নব ছোঁয়ায়
অনুশীলনে দৃঢ়,
পারবে ইংক মার্ক এনে দিতে
সৃষ্টির সম অধিকার ̶
মর্মের পরিসরে উৎসাহে
আঙ্গিকের আঙিনায়
রূপে, গন্ধে, সৌরভে
পলিমাখা ছিঁটেফোটা
আঁকবে ছবি সমযুগের
উজ্জ্বল নক্ষত্র।
খেয়াল মাখা পরিসরে
বারে বারে
আচরণে ভিন্ন ধারায়
স্তরগুলোর ধ্যানে
দান বাড়ে নিবেদনে
নতুন বিধান।