স্বপ্নে বিভোর তাজমহলে
বসে বসে
ক্লান্তি দেয় না ধরা
কঠিন মুখরিত না
বলা সময়েরই কবিতা
ভেতরে রুদ্ধ চোখে
অলস্য তুলে যাতে
সময় বলে
এ যে বিদেশি ভালবাসা-

নয় সে আমারই
নয় সে বন্ধুদের
সে যে এক নব কুমারী
কী যে আশ্চর্য বয়স ধরণী
দেখলেই লাগে যে ভাল
সব কথারই দৃষ্টিতে
দেয় সে কোরবান
প্রথম বার
আর সে নয় সে
দৃষ্টিই না দেখা-

কত না রজনী
এইবার দেখতে হবে
সূর্যেরই বিদায়
কেমন লাগে রাত্রী ঘেরা
প্রশ্নেরই অতীত-

রাতেরই ঘণ্টারই হিসাবে
আর কত চাই
বল?