আলো বাতাসের প্রতিধ্বনি
নিংড়িয়ে আশা ভরসা
পার হতে চায় লাল গগণ -
কিছু কথা থেকে যায়
অসমাপ্তির শুরুতে নতুন আড়ালে
লুকানো সব গতি
হাত তোলে বাতাস ছুয়ে
গেয়ে ওঠে নির্দ্বিধায় গান,
সংমিশ্রণ সৃষ্টির উদ্যানে
হেঁটে হেঁটে বলে কিচ্ছা
উপান্যাসে রূপ নিতেই
শুরু হয় জীবন -