হিমালয় থেকে গঙ্গোত্রী
পদ্মা, মেঘনা সৃষ্টি
আশাগুলো করে থৈ থৈ,
জন্ম মাগো ঝরনার মোহনায়
মনের চাবি মেলে
পরিষ্কার ভাগ্যের আঘাতে
জনহীন নির্ভাবনায়
অচিরেই সুমধুর শ্বাসে
অভাবনীয় শান্তির মোহ -
একই আকাশে চেতনার ভার
জীবনের ডিঙিতে ভাসাব পাল
তোমারই বুকে ভেজা চুলগুলো উড়বে
মায়া ঘেরা অবকাশে।