ধর্ষিত অবাধ প্রেক্ষাপটে
নুয়ে পড়া হাহাকার
বাতাসে লাশের আর্তনাদে
রানা প্লাজা তালায় তালায়
ঘটনার ব্যাপক সংমিশ্রণে
শহীদ দাদাবাবু, দিদিমণিরা
রয়ে গেছে প্রশ্ন
হবে কবে বন্ধ মৃত্যু চাকা?
প্রশ্ন থাকতেই পারে
অবিভক্ত জনস্রোতে
নত শির জাতীয় ইতিহাসে
পিষ্ট বাস্তবতা -
বেচে থাকার মরণ আহ্বানে
সময়ের সেরা মহাপ্রলয়
সস্তা ঘামে মরণ খোপে
নিস্তব্ধ জাগতিক নিশ্চয়তা -
রক্তে ছিটানো কান্না
মুনাফা খোরের সাজানো বাসরে
বিবেকের তারকা চিহ্নিত
মানবতার আবদার -