মোনালিসা
আমি তোমায় ভালোবাসি না মোনালিসা
যুগের সাক্ষী শিল্পের ছোঁয়া
রয় অপূর্ণ আমারই ভুবন
বড্ড তৃষ্ণার্ত,
কী মোহময় এই অপূর্ণতা-
যে হাসি হেসেছিলে প্রথম যৌবনে
স্নেহেরই সীমানায়
অক্লান্ত্ম এক পরশ
মায়া জাগায় খুব অন্ত্মরে
ভেবে মরি
আর নয় বৃথা সময়-
জানি এসব শব্দেরই মালা
তোমার চোখে দেয় না ধরা
বিরামহীন ক্লান্ত্মি অবসাদ জাগায়
কবিতার স্ত্মরে স্ত্মরে
হারিয়ে যাই বারে বারে
মোনালিসা মনে হয় তুমি সর্বনাশী-
লিওনার্দো তুমি কেন ক্ষমা করলে না
অন্ধের নেই কোনো মোনালিসা
তবুও ঋণী
মনের জানালা বন্ধ করে
দিতে চাই তোমায় মোনালিসা
পৌরম্নষের শেষ রক্ত বিন্দু
তিলে তিলে গড়ে উঠবে
মায়ার পাহাড়
সঙ্গমের বৈধতা মানবে না হিসাবমালা
থাকবে বুভুÿু নেশা
এক সাগর কামনা পেরিয়ে
পারব কি মোনালিসা
তোমায় নিয়ে সুর বাঁধতে?
জানো একবার ভিনদেশী হাসি
মনে করিয়ে দিয়েছিল তোমারই কথা
যখন এলো শেষ প্রহর
এলো অপূর্ণতা
লক্ষ কোটি মুদ্রা সবুজ টিয়ের মতো উড়ে গেল
অন্য আকাশে
সাথে অনেকগুলো বছরের
অতীত ও বর্তমান
মোনালিসা তুমি কোথায়?
স্ত্মব্ধ আমার বিশ্বাস
শিল্পের সমধিকার
লিওনার্দো আমিও কাঙ্গাল
যদি পারতাম আঁকতে তোমায়
সত্যি সাজাতাম মন ভরে
খোঁপায় বাঁধতাম মান সম্মান,
মোনালিসারা কল্পনার ধ্রম্নবতারা।