গা ঘেইষা একটা ট্রাক ছুঁইটা গেল। আমি হুঁশে ফিরলাম। হাঁটতেসি যাযাবরের মতোন। এই হাঁটার শেষ আছে বইলা মনে হইলো না। হঠাৎ একটা কবিতা ভাইসা উঠলো চোখের সামনে:
পরী, তুমি থাইকা গেলে কি
হিটলার আবার ফিরতো জার্মানিতে?
তুমি বাঁইচা ফিরলে কি
আবার সমাজতন্ত্র জাইগা উঠতো পৃথিবীর বুকে?
তুমি আমার হয়া থাকলে কি
শেলি আবার বহিষ্কার হইতো ভার্সিটি থেইকা?
তোমার বাঁইচা থাকা হয়া গেলে কি
আবার ফিরতো ওসামা বিন লাদেন?
তোমার ব্লাড ক্যান্সার জয় করা হয়া গেলে কি
উইলিয়াম ব্ল্যাক আবার জন্ম নিয়া লিখতেন ‘লন্ডন'?
তুমি...তুমি এইবারের মতোন না মইরা গেলে কি
সিদ্ধার্থ গৌতম ফিরতেন রাজপ্রাসাদে?
তোমারে আমার হারানো না হয়া গেলে কি
অশুদ্ধ হয়া যাইতো রামায়ণ-মহাভারত_পৃথিবীর যত ধর্মগ্রন্থ?