আমাকে বিঝুতে পাজন রেঁধে খাওয়ায়
আমাকে বিষুর দিন জাগিয়ে দেয় সকাল বেলা
আমার পাতে মাংস তুলে দেয় পুজোর দিন
আর সালামি দেয় ঈদে
বড়দিনে আমাকে গ্রহণ করে মজাদার রান্না
আর ঐশ্বরিক ভালোবাসায়।

তাঁর হাতের রান্নায় হিন্দু-মুসলিম নাই
তাঁর আদরের কোনো মসজিদ নাই, মন্দির নাই
সে-ই মসজিদ, সে-ই মন্দির
সে-ই প্যাগোডা;সে-ই গীর্জা।
তোমাদের ঈশ্বরেরা কদমবুসি করে
তাঁর নাঙ্গা সুশীতল পায়ে।

কিচেনই তোমার মন্দির
ওরা তোমাকে করে রেখেছে দেবী
পুরুষালি রান্নাঘরের।