টানাপোড়েন প্রেমে
সম্পর্কে-জ্ঞানে-বিদ্যায়, আমি তাকাই
তোমার চোখে আর দেখতে পাই
একটা ছোট্ট রুমে তুমি আমি বন্দি।
নিস্তব্ধ আমরা, বিমুঢ় চারপাশ। আহা!

তোমার চোখে মিশে
দুনিয়ার যত রহস্য, গ্লাডিয়েটর-স্পার্টাকাস-লুক্রেশিয়া-অ্যাশার
লক্ষণ সেন-সিরাজ-গোপাল, সবই ফিঁকে
হয়ে আসে, আমি শুধু হারিয়ে যাই
তোমার মহাবিশ্বে, কতো তারা-গ্রহ-নক্ষত্র
চিনি না, তুমি এক গোলকধাঁধা।