মনে হইলো আকাশের তারাগুলা তোমার দিকে ছুটলো;আমি তোমারে লিখতে বসছি-লিখতেসি।
লিখতেসি আকাশ জুইড়া, মেঘের ছাদ জুইড়া।
রাত বাড়তাসে;তুমিও বাড়তাসো। আমার ভেতরের আমিটাও বাড়তাসে।
আচ্ছা, তুমি একটা কাজ কইরা ফালাও না
তুমি না হয় পুরা আমিই হয়া যাও। আকাশের তারা হয়া যাও, মেঘ হয়া যাও। তুমি আমার হয়া যাও।।