এ দুর্ভাগা দেশে ফি বছর
রমজান মাস আসে
রমজান মাস এলে
পুঁজিবাদী ও ঠকবাজ
ফুর্তিতে ভাসে।
আম জনতা আতংকে
হারায় দিশে
তেলের ড্রামের তলে
সব সপ্ন যায় পিষে
তবু, এ দুর্ভাগা দেশে
আনন্দ বার্তা নিয়ে
রমজান আসে।
ঘাসের ডগার উপরে
যেমন শিশির ভাসে।
ঈমান দৌড়ে পালায়
চরম ত্রাসে।


আমাদের এদেশে
কতজন অপেক্ষায় থাকে
ডাস্টবিনে খাবারের উচ্ছিষ্ট
কখন আসে,
তাই ভেবে কত শিশু
আনন্দে উচ্ছাসে ভাসে।
তবু আমাদের এ দুর্ভাগা দেশে
আনন্দ বার্তা নিয়ে ঈদ আসে।
ঈদ আসে
ঈদ যায়
পুঁজিবাদীরা কুমড়ো পটাশ হয়ে
ফুলে ফেঁপে উঠে।
যারা চেয়ে ছিল
মাত্র এক মুঠ ভাতের আঁশে
তারা পাইনা কিছুই
মনের মাঝে তাদের
ঈদের চাঁদ বাঁকা হয়ে ওঠে।


তবুও, সবাইকে দুনিয়াবি আনন্দ উচ্ছাসময় ঈদ মুবারক।


১৯ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
৩০ রমজান ১৪৪৩ হিজরি
০২ মে, ২০২২খ্রিষ্টাব্দ
©মোঃ আব্দুল হাফিজ