একদিন সোনা ঝরা দিন ছিল
ছিল বিশ্বাস ও ভালোবাসা পাশাপাশি
খুব কাছাকাছি,
ছিলো না বন্ধুত্বে মিথ্যার বেসাতি।
আজ-ও আছি আগের মতো
তবু হাহাকার বুকের গভীরে
সেই দেবদারু গাছ আর হয়নাকো দেবদাস, আর হাসাহাসি- মাখামাখি।
দিনগুলো সব খুন হয়ে গেছে
তবুও-
খুন লালে সবুজ হয়ে
জেগে উঠে পহেলা নববর্ষ।
সময় গড়িয়েছে
একদিন ছিল মাথার উপর
জন্মান্তরের ইতিহাস :
এখন জীবন প্রদীপ ছুটে যায়
জোর কদমে সূর্যাস্তের মতো।
আজ-ও ফিরে আসি
সে সময়ের কাছে
যা ছিলাম আগে তা-ই থাকবো
লোকে যায় বলুক পাছে।
বৈশাখ আসলেই হাঁক দিয়ে উঠব
আজ পহেলা নববর্ষ!
প্রিয় বন্ধুর মুখে বার-বার শুনতে চাই
'বন্ধু তুমি এসেছো -
তোমার অভ্যাসটা একেবারে
এইলিভেন্থ টাওয়ার '
অপেক্ষা - বেদনার নীল দহন
অনু কন্ঠ থেকে হো হো করে হেসে উঠা
সেই প্রহর সে কতদূর!

৩০/০৪/২০২৩