ফাঁকা বাঁশ বেঞ্চিতে একদিন পড়েছিল
একাকী মধ্যাহ্ন
একাকী মধ্যাহ্নের মতো আমিও পড়েছিলাম
সবুজের মাঝখানে।

দূরে ছিল পদ্মা, এখনো আছে।
চির বহমান পদ্মা হারিয়েছে তার জৌলুস
ক্ষীণ হয়েছে তার জল প্রবাহ
তার থেকেও প্রসস্থ হয়েছে কাঁচা পথ
পথ হেঁটে যায় রাস্তা দিয়ে।

আমি ভাবি সবুজও বিলীন হবে কোন একদিন
তখন আমি কোথায় গিয়ে দাঁড়াব?
সব সবুজ যে হয়ে যাচ্ছে হলদেটে
ক্রনিক জন্ডিসে আক্রান্তের মত।

মনে রেখো প্রিয়তমা -
একদিন সবুজ বিলীন হয়ে গেলে
আমিও হারিয়ে যাব আল্টা ডাইমেনশন ডৌরে।
তবুও শিশির তার চাকচিক্য নিয়ে ক্ষনিকের তরে দেখা দিবে শিউলি ভোরে!

ভোর হেঁটে যাবে সকালে
পূর্বাহ্ণ মধ্যাহ্নে
মধ্যাহ্ন অপরাহ্নে
অপরাহ্নের আর পথ থাকেনা
সে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে
গভীর অন্ধকারের দিকে।
মানুষও এভাবে ক্রমশ হারিয়ে যায়
অন্ধকার গহ্বরে।
এ পথ অনন্ত ও সীমাহীন!

All Rights Reserved by the Author
©Md Abdul Hafiz

বেনাপোল
১৩/০৬/২০২৩