তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে রঙ্গন
লাল বা সাদা
রঙ্গন দেখলেই আমি আপ্লূত হই আনন্দে
কিন্তু আজ বুঝে গেলাম
তুমি রঙ্গনের চেয়েও সীমাহীন রঙ্গিন।
তুমি পাশে আছো বলেই
রঙ্গনগুলো আজ বেশি রঙ্গিন।
তুমি আমার পাশে বলেই
চল্লিশের কোঠা পেরিয়েও
এখনো আমি প্রাণবন্ত।
কবি জীবনানন্দ আমার পাশে বসে
কানে কানে বলে যায় -
তুমি চির সবুজ, তোমার মাঝে
জাগে অদ্ভুত অনন্ত।

২০২২০৫০৭
রহমত পুর
বরিশাল