১.
যে মাটির নিচে বধ্যভূমি
যে বধ্যভূমির উপরে
আমার সোনার বাংলা
যে মাটি রক্তেমাখা
যে মাটিতে শুয়ে আছে
লক্ষ লক্ষ মুক্তি সেনা
সে মাটির জন্য জমে আছে
আমার মাথায় ঋণের বোঝা
এ অপরিশোধিত ঋণ
আমার মায়ের মতোই।।

২.
কবিতা লিখিনা হয়ে গেল বহুদিন,
কবিতার কাছে হয়েছে অনেক ঋণ।