প্রেমের কথোপকথন -১
বহুবার চেষ্টা করেছি
কাটাবো একটি রাত
পারিনিতো!
ওহু! বেশি বলা হয়ে গেল!
না, একটুও না
কবেই বা পেরেছি।
তাহলে এতো খাঁ খাঁ করো কেন?
আমি তো কষ্ট পাই।
আরে না, আমি কষ্ট পাই বলেই না --
কষ্ট কি আমি কম পাই।
যন্ত্রের মত জীবন, একদিকে চাকরি
বুঝো তো চাকরি মানে
বহুবার বলেছি চাকরি মানেই চাকর + ই
ফাঁকি ফুঁকি বুঝিনা আমি
তাই কাঁধের বোঝা বয়ে যাই নিরবধি।
আমাকে সময়ই দাওনা, আবার প্রেম উৎলে পড়ে।
না গো প্রিয় দায়িত্বশীল হয়ে থাকাটাও
তোমাকে ভালোবাসা নয় কি?
হ্যাঁ, তা বুঝি
তবে ন্যাকামোটা ছাড়ো।
কোথায় ন্যাকামো বা ন্যাকামি
যা সত্যি তাই বলছি আমি।
তোমাকে ছাড়া থাকি বটে
তবে অন্তরে যে থাকো তুমি
সারাক্ষণ!
তোমাকে ভাবতেই আমার শেষ হয়
কবিতার ক্ষণ।
থাক, থাক বলতে হবেনা আর
দেখ, চাঁদটা আজ ক্ষেপেছে তোমারই মতন
চল যায় তাহলে দু"জনে মিলে জোছনা খাই।
হ্যাঁ, তবে তাই হোক।
বলবেই তা, জানতাম আমি
কবিতা লেখার ধান্দা!
চাঁদ দেখলেই তো
আমার দিকে আর চাওনা।
একদম মিথ্যে বলছো তুমি
তোমাকে দেখি, আর ভাবি
তুমি চাঁদের আলো-ই
শুভ্রতার এক পটভূমি।
© Md Abdul Hafiz
#বেনাপোল
০৩/০৯/২০২১