মাঠ হয় ঘাট
ঘাট হয় মাঠ
মাল কড়ি সব
হয় বিদেশে লোপাট।
এধারকা মাল ওধারকা হয়
কুদ্দুসেরা কেবলই
মাথায় মাল বয়।
নৈতিকতা সব ক্ষয়ে যায় দিনে দিনে
মাথা ভারী হয় জনগণের বিদেশি ঋনে।
রক্তঝরা ভোটে
রাস্তায় পড়ে থাকে
রক্তাক্ত মাথা
যেন আগুন রাঙা পলাশ
ফুটে থাকে
তাতে কারোরই নেই মাথা ব্যথা।
আমি এক গণ্ডমূর্খ অসহায়
এ-সব দেখি আর করি হায় হায়।
#বেনাপোল
০৮/০২/২০২২
©মোঃ আব্দুল হাফিজ