১.
সব মানুষ-ই তেলাপোকা হয়ে বেঁচে থাকে।
মিথ্যার জাল বুনে সত্যের ফাঁকে।
২.
মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই
এটা সম্পূর্ণ প্যাথলজিক্যাল লাই
ধর্মের দোহাই দিয়ে সবে কুকাজে ধাই।
৩.
নিরহংকার কথার মাঝেই
অতি সংগোপনে লুকিয়ে আছে
অহংকার।
মানুষ হতে সংকীর্ণতার
আগে করো সৎকার।
এ জীবন ক্ষণস্থায়ী
যখন তখন হয়ে যাবে ফুঁৎকার।
৪.
মানুষ এখন ধর্ষণের খবর পড়ে না
সয়ে গেছে অথবা ঘৃণায় ;
দেশ মাতা ক্ষত-বিক্ষত হায়েনার থাবায়।
৫.
আমরা সবে এখন প্রভুভক্ত গাধা
লাল বা কালো, বলি সব-ই সাদা।
এ-সব তুমি বলো কি?
বললেন এক দাদা
আমি বলি এ-সব এখন চল
বরং আপনি-ই একজন মাধা।
৬.
কড়া কথা
পড়ে যায়।
চড়া রঙ
জ্বলে যায়।
যাহা মধ্যম
তাহা উত্তম।
অতি উত্তম
বলে কিছু নেই
যদি কেউ বলে
মনে রেখো
সেটা তৈল মর্দন।
৭.
অসুখের মধ্যেই যত সুখ
সুখের মধ্যে অসংখ্য অসুখ।
৮.
সুখ ও অসুখের যন্ত্রণা
প্রতিক্ষণ গিলছে মানুষ
সুখের জন্য মানুষ
কখনো-ই ওড়াই না ফানুস।
৯.
ব্যাড়াতে ফসল খায়
সলিম চাচা করে হায় হায়।
১০.
জীবন যদি নদী হয়
মৃত্যু তবে সাগর।
১১.
বর্তমানের প্রেম
আধুনিক গাধার মানুষরূপী ফ্রেম।
১২.
ঘুষের অপর নাম স্পিড মানি
সুদের - স্লো মানি
দুটোই আর্সেনিক- স্লো পয়জন।
© Md Abdul Hafiz
২০২২১০১৯